Ar-Raheequl Makhtoom
Open main menu
Home
Seerah Timeline
নবুওয়ত পূর্ববর্তী সময়কাল।
নবী মুহাম্মদ ﷺ এর জন্মের আগে এবং পরে আরব বিশ্বের অবস্থা । মানুষ ছিল শিরকে লিপ্ত। ইনসাফ ও ন্যায়বিচার ছিল না। সে যুগেও তিনি "আল-আমিন" নামে পরিচিত ছিলেন । এবং সব ধরনের খারাপ কাজ থেকে দূরে ছিলেন । এ সময়টা নবী (স.) এর নবুওয়ত পূর্ব ৪০ বছর জীবনের অন্তর্ভুক্ত ।
মাক্কী যুগ
নবুওয়ত প্রাপ্তির পর নবী মুহাম্মদ ﷺ মক্কায় ১৩ বছর (বয়স ৪০–৫৩) অবস্থান করেন। তাওহিদের দাওয়াত, মুশরিকদের বিরোধিতা, সাহাবীদের ওপর অত্যাচার, ধৈর্য ও দাওয়াতের সময় ছিল।
মাদানী যুগ
নবী মুহাম্মদ ﷺ মাদীনায় ১০ বছর (বয়স ৫৪–৬৩) অবস্থান করেন। হিজরত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, জিহাদের বিধান নাযিল হয়। হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় এবং বিদায় হজ্বের মতো ঘটনাগুলো এ সময় সংঘটিত হয়।